Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আপনাদের নানা প্রশ্ন

জনগণের নানা ধরনের প্রশ্ন অভিযোগ মতামত গ্রহণের লক্ষে সপ্তাহে একদিন (প্রতি বুধবার) উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়, শৈলকুপা, ঝিনাইদহ-তে গণশুনানি গ্রহণ করা হয়। এবং গণশুনানির পর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে।

আপনাদের নানা প্রশ্ন

উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়সহ শৈলোকুপা উপজেলার সকল সরকারি কার্যালয়ে যে কোন ব্যক্তি তার প্রয়োজন মাফিক তথ্য জানার জন্য আবেদন করতে পারেন। সেই প্রেক্ষিতে তথ্য অধিকার আইন অনুযায়ী তাদের সকল তথ্য প্রদান করা হয়। এছাড়াও অন্যান্য আইনগত বিষয়ে পরামর্শ দেয়া হয়।

আপনার যে কোন প্রশ্ন অথবা অভিযোগের জন্য যোগাযোগ করুন নিম্নোক্ত ঠিকানায়ঃ

উপজেলা নির্বহী অফিসার
শৈলকুপা, ঝিনাইদহ
সময়ঃ সকাল ৯:০০ টা থেকে বিকাল ৫:০০ টা পর্যন্ত
মোবাইলঃ ০১৯১৬-২০১০৭৮
ই-মেইলঃ unoshailkupa@mopa.gov.bd

সাধারণ কিছু জিজ্ঞাসার উত্তর নিম্নে দেয়া হলোঃ

জিজ্ঞাস্যসমূহ

প্রশ্ন

:

আদিবাসী সনদ প্রদানসহ এ সংক্রান্ত অন্যান্য কার্যক্রম কোন শাখা হতে পরিচালিত হয় ?

উত্তর

:

আদিবাসী সনদ প্রদান সংক্রান্ত যাবতীয় কার্যক্রম এ কার্যালয়ের সাধারণ শাখা হতে পরিচালিত হয় ।

প্রশ্ন

:

আমার আদিবাসী সনদ পত্রের প্রয়োজন, এ বিষয়ে কি করতে পারি ?

উত্তর

:

জেলা প্রশাসকের অফিসে আবেদন করতে হবে।

প্রশ্ন

:

আবেদনের জন্য নির্ধারিত কোন ফরম আছে কী ?

উত্তর

:

না। সাদা কাগজে আবেদন লিখে জমা দেয়া যাবে।

প্রশ্ন

:

আবেদনের সাথে কি জমা দিতে হবে ?

উত্তর

:

সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক আদিবাসী প্রত্যয়নপত্র, ইউপি চেয়ারম্যানের নিকট হতে জাতীয়তা সনদপত্র, আদিবাসী বহুমূখী সমবায় সমিতির প্রণীত প্রত্যয়নপত্র ও নির্ধারিত কোর্ট ফি।

প্রশ্ন

:

জেলা প্রশাসকের নামে প্রেরিত পত্রাদি কোন শাখায় গ্রহণ করা হয় ?

উত্তর

:

সাধারণ শাখায় গ্রহণ করা হয়।

প্রশ্ন

:

প্রাপ্তি স্বীকার দেয়া হয় কিনা।

উত্তর

:

প্রাপ্তি স্বীকার করা হয়।

প্রশ্ন

:

আমার স্বামী মরহুম বীর মুক্তিযোদ্ধা।গতমাসে ইন্তেকাল করেন। তার দাফনের জন্য সরকারি অনুদান পাওয়ার আবেদন করেছিলাম। এখন তার খবর কি?

উত্তর

:

আচ্ছা বসেন। আপনার আবেদনের সাথে ওয়ারিশানদের না দাবীপত্র সংযুক্ত করেননি। তবে না দাবীপত্র সংযুক্ত সাপেক্ষে অনুদানের চেক প্রদান করা যাবে মর্মে সিদ্ধান্ত হয়েছে। আপনি অনুগ্রহ করে আপনার ওয়ারিশানদের না দাবীপত্র দাখিল করুন।

প্রশ্ন

:

আমার বিধবা ভাতার একটা আবেদন করেছিলাম । ভাতা কবে পাবো ?

উত্তর

:

 

আপনি বসেন। আপনার আবেদনের বিষয়ে আমাদের দপ্তরের করণীয় কিছু নেই। তবে আপনার আবেদনপত্রটি পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে পাঠিয়ে দিয়েছি।