স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ২১/০৯/২০১১খ্রিঃ তারিখের ৪৬.০৪১.০৩০.০২.০০. ০০২.২০১১.৮৭০ নং স্মারকে জারিকৃত নীতিমালা অনুযায়ী বাংলা ১৪২৮ সনের জন্য ঝিনাইদহ জেলাধীন শৈলকুপা উপজেলার নিম্নবর্ণিত হাটবাজারগুলি ১(এক) বছরের জন্য (বাংলা ১৪২৮ সনের ১ বৈশাখ হতে ৩০ চৈত্র পর্যন্ত) ইজারা দেবার লক্ষ্যে সিডিউলে উল্লিখিত শর্ত সাপেক্ষে আগ্রহী ব্যক্তিবর্গের নিকট হতে নির্ধারিত ফরমের মাধ্যমে সীলমোহরকৃত দরপত্র নিম্নবর্ণিত তফসিল মোতাবেক আহবান করা যাচ্ছে। দরপত্রসমূহ জেলা প্রশাসকের কার্যালয়, ঝিনাইদহ; উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, শৈলকুপা; সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়, শৈলকুপা; সোনালী ব্যাংক, শৈলকুপা শাখা এবং শৈলকুপা থানা হতে নির্ধারিত মূল্যে(অফেরতযোগ্য) নগদ গ্রহণের মাধ্যমে অফিস চলাকালিন সময় পর্যন্ত বিক্রয় করা হবে। কোন ক্রমেই দরপত্র দাখিলের দিন দরপত্র বিক্রয় করা হবে না। তফসিল মোতাবেক নির্ধারিত তারিখ ও সময়ে দরপত্র উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, শৈলকুপা; সহকারী কমিশনার (ভূমি)এর কার্যালয়, শৈলকুপা; পুলিশ সুপারের কার্যালয়, ঝিনাইদহ এবং জেলা প্রশাসক, ঝিনাইদহ মহোদয়ের কার্যালয়ে রক্ষিত টেন্ডার বাক্সে গ্রহণ করা হবে। ধার্য তারিখে দরপত্র দাতাদের উপস্থিতিতে (যদি কেহ উপস্থিত থাকেন) দরপত্র খোলা হবে। ত্রুটিপূর্ণ দরপত্র বাতিল বলে গণ্য হবে। দরপত্র সিডিউলে বিস্তারিত শর্ত উল্লেখ আছে যা নিম্নস্বাক্ষরকারীর অফিস হতে অফিস চলাকালিন সংগ্রহ করা যাবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস